বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে শুক্রবার হার্ট ফেইলিউর বিষয়ক উচ্চতর গবেষণাধর্মী সায়েন্টিফিক সেমিনার মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মুহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা এস এম হাবিবউল্লাহ সেলিমের সঞ্চালনায় সেমিনারে অতিথি ছিলেন, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা আব্দুল্লাহ আল সাফী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা একেএম ফজলুর রহমান, জাতীয় হৃদরোগ হাসপাতালের অধ্যাপক ডা মীর জামাল উদ্দিন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা কে এম আক্তারুজ্জামান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা শিশির কুমার বসাক ও আলহারামাইন হাসপাতালের কনসালটেন্ট ডা অজয় কুমার দত্ত।
হার্টফেইলিউরের উপর গবেষণাপত্র উপস্থাপনা করেন অধ্যাপক ডা নজরুল ইসলাম ও অধ্যাপক ডা মুহাম্মদ শাহাবুদ্দিন।
Leave a Reply