সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় হাউজিং এস্টেট প্রতিষ্ঠা ও হাউজিং এস্টেট এসোসিয়শেনের সুবর্ণ জয়ন্তি উৎসব শুরু হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হচ্ছে।
শুক্রবার সকালে কেক কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম এবং হাউজিং এস্টেট প্রতিষ্ঠা ও হাউজিং এস্টেট এসোসিয়শেনের সুবর্ণ জয়ন্তি উৎসব পরিষদের আহ্বায়ক সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
Leave a Reply