নিজস্ব প্রতিবেদক : সিলেটে মহান তাপস হযরত শাহজালাল (র) ৬৯৮ তম পবিত্র ওরস শুরু হয়েছে।
এই ওরস যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন ভক্ত-আশেকানরা। অনেকে এসেছেন অনেক মানত নিয়ে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদেরকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওরসের কর্মসূচি রয়েছে, মাজারে গিলাফ ছড়ানো, জিকির, খতমে কোরান, মিলাদ মাহফিল, মাজার জিয়ারত, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। এছাড়া হযরত শাহজালাল (র) ব্যবহৃত তলোয়ার, খড়ম ও থালা ইত্যাদিও ভক্ত-আশেকানদের দেখার ব্যবস্থা রয়েছে।
ওরস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে কড়া পুলিশ প্রহরা। এছাড়া গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
Leave a Reply