নিজস্ব প্রতিবেদক : সিলেটে হযরত শাহজালাল (র) এর ৬৯৯ তম পবিত্র ওরস চলছে। এতে যোগ দিতে কয়েক হাজার আশেকান এই পুণ্যভূমিতে ছুটে এসেছেন।
বৃহস্পতিবার সকালে এই মহান তাপসের মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরস মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনভর এই কার্যক্রম চলে। সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবারও গিলাফ নিয়ে আসেন।
সিলেট ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা গিলাফ নিয়ে দরগা শরিফে সমবেত হন। ওরসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, মাজার জিয়ারত, দোয়া মাহফিল, হযরত শাহজালাল (র) এর ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শন ইত্যাদি। শুক্রবার শেষরাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে।
ওরসকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশ দরগা এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কড়া নজরদারিতে রয়েছে আশেপাশের এলাকা। পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে।
Leave a Reply