নিজস্ব প্রতিবেদক : সিলেটে জুন মাসের বৃষ্টিপাত এ পর্যন্ত গড় রেকর্ড ছুঁই ছুঁই করছে। আবহাওয়া বিভাগ ধারণা করছে, এখানে বৃষ্টিপাতের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে এবার। কারণ আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সিলেটে জুন মাসে বৃষ্টিপাতের গড় রেকর্ড ৮১৮ দশমিক ৪ মিলিমিটার। অথচ বৃহস্পতিবার পর্যন্ত মাসের প্রথম ১৬ দিনেই বৃষ্টি হয়ে গেছে ৭৪৫ দশমিক ৭ মিলিমিটার, যা পূর্ববর্তী রেকর্ডের ৯১ দশমিক ২৪ শতাংশ। অর্থৎ আগের রেকর্ড স্পর্শ করতে আর মাত্র ৭২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত বাকি। এখন যে বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকলে যেকোন সময় পূর্বের রেকর্ড অতিক্রম করে ফেলবে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটে আরও বৃষ্টির আশংকা রয়েছে।
Leave a Reply