নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা পুলিশ লাইনসে পরিবহণ মালিক ও শ্রমিকদের নিয়ে এই সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। এতে বক্তারা সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে মতামত তুলে ধরেন।
এই সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক মো মিজানুর রহমান। এছাড়াও পুলিশ সুপার মো মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বক্তব্য রাখেন।
Leave a Reply