নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে হোমিও প্যাথি চিকিৎসা শাস্ত্রের জনক ডা স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪ তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে হ্যানিম্যান হোমিওপ্যাথি ও ছাত্র সংগঠনের উদ্যোগে জালালাবাদ হোমিও কলেজে দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির।
সংগঠনের সহ সভাপতি ডা শরীফ শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডা এম এন আলী। বিশেষ অতিথি ছিলেন, জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য শামীম আহমদ, সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সাধারণ সম্পাদক ডা নাজমুল হক ও সাংগঠনিক সম্পাদক ডা এম কে খান। পরিচালনায় ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা এস এম আবু জাহিদ।
এর আগে একটি শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply