নিজস্ব প্রতিবেদক : সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে শিশু কিশোর মেলা অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
সোমবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামন থেকে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের সদস্যরা স্মারকলিপিটি প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বক্তারা বলেন, এখন পর্যন্ত সিলেটে কোন স্মৃতিসৌধ গড়ে তোলা হয়নি।
তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বাঙালি জাতির স্বাধীনতার জন্যে আত্মদানের কথা পৌঁছে দিতেই সিলেটে স্মৃতিসৌধ গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে।
Leave a Reply