নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর পুলিশ স্মরণ দিবসে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে পুলিশ লাইনসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে
বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ, মহানগর কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন পিপিএম ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্দীপ্ত হয়ে পুলিশ দেশ ও জনগণের সেবায় কাজ করছে। জঙ্গি দমন থেকে শুরু করে মহামারি মোকাবেলায় জীবনবাজি রেখে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করে।
বক্তারা আরও বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় রাষ্ট্র কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকবে।
সহমর্মিতা নিয়ে পাশে দাড়াঁনোর জন্য পুলিশ বাহিনীর প্রতি নিহতদের স্বজনরা কৃতজ্ঞতা জানান।
পরে সাম্প্রতিক সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত সিলেটের ৬ পুলিশ সদস্যের স্বজনদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
এর আগে, পুলিশ লাইনসে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply