ক্রীড়াঙ্গন প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন একাদশ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যাকার প্রীতি ফুটবল প্রতিযোগিতা গোলশূন্য ড্র হয়েছে।
রবিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় উভয়পক্ষের খেলোয়াড়রাই তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে না পারায় খেলা ড্র হয়। পরে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম ও নির্বাহী সদস্য বিজিত চৌধুরী।
Leave a Reply