নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব ড জাফর আহমেদ খান সিলেটে সিটি করপোরেশন, এলজিইডি, ডিপিএইচই, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। আলোচনায় অংশ নেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নূরুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
আলোচনায় উঠে আসে, মন্ত্রণালয়ে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রিতা, সিলেটে বন্যা পরিস্থিতি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন রাস্তার দুরবস্থা, পর্যটন এলাকার বিপর্যস্ত সড়ক যোগাযোগ, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের নিজস্ব আয়ের খাত সৃষ্টি ইত্যাদি বিষয়।
ড জাফর আহমেদ খান এসব বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
Leave a Reply