নিজস্ব প্রতিবেদক : সিলেটে স্ত্রী হত্যার দায়ে আজির উদ্দিন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তার। অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। এপিপি হুমায়ূন কবির বাবুল এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আজির উদ্দিন কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ গ্রামের সোনা উল্লাহর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আজির উদ্দিন ২০১০ সালের ৩০শে মার্চ যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা বেগমকে গলাটিপে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন রেশমা বেগমের ভাই শাহীন আহমদ বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় আজির উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন।
Leave a Reply