নিজস্ব প্রতিবেদক :’কুণ্ঠা নয়, চাই সতর্কতা ও প্রতিরোধ’-এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে স্তন ক্যান্সার সম্পর্কে সতর্কতা ও প্রতিরোধ-প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শতভিষা সংগঠনের উদ্যোগে সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি সভাপতিত্বে এতে বিশেষ আলোচক ছিলেন, একই শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ফাহিমা জীন্নুরায়েন। ডায়াবেটিস ফুট এন্ড ওউট হিলিং সেন্টার ও টিউমার সেন্টারের পরিচালক ডা মঞ্জুর আহমেদ, উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা মোরশিদা আফরোজ লুবনা ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী নিলিমা ইসলাম পরশ। সঞ্চালনায় ছিলেন, অদিতি মহারত্ন। আরো উপস্থিত ছিলেন, শতভিষার মুখ্য নির্বাহী রিমা দাস, সিলেট কিডনি ফাউন্ডেশনের কো অর্ডিনেটর ফরিদা নাসরিন ও সাবিহা সুলতানা।
Leave a Reply