ক্রীড়াঙ্গন প্রতিবেদক : ‘আত্মরক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষার জন্য কারাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে দুই দিনব্যাপী স্টারটেল প্রথম জেলা কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কারাতে ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি সিটি কাউন্সিলর দেলওয়ার হোসাইন সজীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মাসুদ রানা, উপদেষ্টা অনুপ কান্তি দাস, সাজ্জাদুর রহমান, সহ সভাপতি কবির আহমদ ও স্টারটেলের কর্ণধার আব্দুল্লাহ আল-হারুন।
প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করছে।
++++++++++++++
Leave a Reply