ক্রীড়াঙ্গন প্রতিবেদক : কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত স্কুল ফুটবল লীগের দ্বিতীয় দিন রবিবার ৩টি খেলা অনুষ্ঠিত হয়।
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে মঙ্গলচণ্ডী উচ্চ বিদ্যালয়কে, দ্বিতীয় খেলায় পাঠানটুলা উচ্চ বিদ্যালয় ২-১ গোলে বাংলাদেশ ব্যাংক স্কুলকে এবং তৃতীয় খেলায় শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ ৫-০ গোলে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, প্রথম খেলায় সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সামিদুল ইসলাম, দ্বিতীয় খেলায় পাঠানটুলা উচ্চ বিদ্যালয়ের সুমন এবং তৃতীয় খেলায় শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের দীন ইসলাম মোস্তাকিম। এ তিন কৃতি খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন, যথাক্রমে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি বিমলেন্দু দে নান্টু ও নির্বাহী সদস্য নাজনীন হোসেন এবং জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য নূরে আলম খোকন।
Leave a Reply