ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্কুল-কলেজের ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার সকালে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানা আইরিস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ড সালেম তন্বী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।
প্রতিযোগিতায় সিলেটের ৬টি স্কুল ও কলেজের ৪২টি ব্যাডমিন্টন দল অংশ নিচ্ছে।
Leave a Reply