জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি, বকুল অঞ্চল সিলেট আয়োজিত ৪৬তম শীতকালীন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আহমদ।
ভলিবল প্রতিযোগিতায় ছাত্রীদের বিভাগে চট্রগ্রাম উপ অঞ্চলকে হারিয়ে সিলেট উপ অঞ্চল বিজয়ী হয়।
অন্যদিকে ছাত্রদের বিভাগে চট্রগ্রাম উপ অঞ্চলকে হারিয়ে কুমিল্লা উপ অঞ্চল বিজয়ী হয়।
Leave a Reply