নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের মতবিনিবময় সভা ও গ্রুপ সভাপতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা রোভার স্কাউটসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা রোভার স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সভাপতিত্ব করেন, আঞ্চলিক জ্যেষ্ঠ সহ সভাপতি আবুল কালাম চৌধুরী এলটি। বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী এলটি, যুগ্ম সম্পাদক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এলটি, জেলা কমিশনার জহির উদ্দিন আমিন ও সম্পাদক মবশ্বির আলী। এছাড়াও সিলেট অঞ্চলের স্কুল-কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালনায় ছিলেন, বিভাগীয় প্রতিনিধি হাফিজুর রহমান।
কর্মশালার মূল লক্ষ্য ছিলো, নিজ নিজ প্রতিষ্ঠানে রোভারিং কার্যক্রমকে সম্প্রসারিত করা এবং রোভারিং কার্যক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ রোভারিং বাস্তবায়ন করে জেলা রোভারকে এগিয়ে নেয়া।
Leave a Reply