সিলেটে প্রবাসী ছড়াকার সৈয়দ হিলাল সাইফের ছড়াগ্রন্থ ‘খোঁচাকথার’ পাঠোন্মোচন হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে শারদা স্মৃতি ভবনের বর্ধিত অংশের তৃতীয়তলায় এসপি মিডিয়া গ্রুপ একটি অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক কুশিয়ারা কূল পত্রিকার প্রকাশক হোসাইন আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক কাজীরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, খেলাঘর জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙ্গালী, ছড়াকার অজিত রায় ভজন, ছড়ামঞ্চের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, সাংবাদিক রজত দাস ভুলন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী তুহিন চৌধুরী।
Leave a Reply