সিলেটে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের যুবকদের সমন্বয়ে গঠিত সৈয়দপুর যুব পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহানগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
সংগঠনের সমন্বয়কারী মিজান কোরেশির সভাপতিত্বে এবং উপ সমন্বয়কারী সৈয়দ কাওছার উল হাসান ও সৈয়দ সাকাল আবেদীনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা পর্বে অতিথি ছিলেন, শিক্ষানুরাগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হক, মুরব্বি সৈয়দ শাহ কামাল চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ফজলুর রহমান, এমসি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহমদ, সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, সিলেটের সাবেক এপিপি অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, সুনামগঞ্জের সাবেক এপিপি অ্যাডভোকেট সৈয়দ সাদেকুজ্জামান ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া সহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সমন্বয়কারী মাওলানা মোসাদ্দিক আহমদ।
Leave a Reply