প্রখ্যাত নাট্যকার, লেখক ও গবেষক ড সেলিম আল দীনের জন্মবার্ষিকী ১৮ আগস্ট। এ উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ‘ভোর হলো’ দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে।
শুক্রবার (১১ আগস্ট) সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রাম থিয়েটারের আদর্শিক সংগঠন ‘মৃত্তিকায় মহাকাল’। সুবিদবাজারে প্রেসক্লাব ভবনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা চারটি বিভাগে অনুষ্ঠিত হবে।
বিভাগ ও বিষয় হলো : ‘ক’ বিভাগ-শিশু থেকে প্রথম শ্রেণি-বিষয় : ইচ্ছামত। ‘খ’ বিভাগ দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি-বিষয় : চাকা (গরুর গাড়ি)। ‘গ’ বিভাগ-পঞ্চম থেকে সপ্তম শ্রেণি-বিষয় : কিত্তনখোলা মেলা (গ্রামীণ মেলা)। ‘ঘ’ বিভাগ-অষ্টম থেকে দশম শ্রেণি-বিষয় : সেলিম আল দীনের প্রতিকৃতি।
যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তাদেরকে বিকেল ৩টায় প্রেসক্লাবে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।
শিশু মনে সেলিম আল দীনকে ছড়িয়ে দেবার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা উপজেলা, জেলা, বিভাগ ও সর্বশেষ ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
Leave a Reply