নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনে ‘বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান ২০২০’ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট সেনানিবাসের মাল্টিপারপাস শেড প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যোবায়ের সালেহীন। এসময় অন্যান্য সেনা কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুহাম্মদ যোবায়ের সালেহীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সেনানিবাসের সৌন্দর্য রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্য অন্তত একটি করে গাছ লাগাবেন-পরিচর্যাও করবে।
তিনি করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এর আগে ভিডিও কনফারেন্সে দেশব্যাপী সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
Leave a Reply