সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-‘৭১ সিলেট বিভাগের জরুরি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর ধোপাদিঘির পূর্বপাড়ে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সভাপতি দ্রæত বিচার ট্রাইবুন্যালের স্পেশাল পিপি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই সংগঠনের বিভাগীয় কমিটির সাবেক সহ সভাপতি প্রয়াত আলী ইসমাঈল স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমের দ্রুত সুস্থতার জন্যে দোয়া করা হয়।
পরে সংগঠনের নারী কমিটির সভাপতি সামসুন্নাহার মিনু সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও বিভাগীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ড দিলীপ দাস চৌধুরী জেলা আইনজীবী সমিতির পুজা উদযাপন কমিটির সভাপতি হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি যথাযথ মর্যাদায় পালনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, নারী কমিটির সভাপতি সামসুন্নাহার মিনু, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো মহিউদ্দিন, বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট কুতুবউদ্দিন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জান্নাত আরা পান্না, আব্দুল মজিদ পুকন, বাহলুল হুদা চৌধুরী, সুপ্তা বৈদ্য, রেনুকা দাস, সাব্বির আহমদ, মো মনসুর আলম, সেবিল আহমদ, মিন্টু বৈদ্য ও পবিত্র বৈদ্য।
Leave a Reply