নিজস্ব প্রতিবেদক : সিলেটের প্রথম জাতীয় শিশু কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসরের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে এর উদ্বোধন করেন সংগঠনে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট তবারক হোসেইন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক সালেহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর অাসরের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর ও সদস্য বাদল রায়। সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক রবীন্দ্র ভট্টাচার্য্য।
অন্যান্য কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও পুরস্কার বিতরণ।
Leave a Reply