নিজস্ব প্রতিবেদক : সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৩৬ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
সোমবার সকাল ৯টা পর্যন্ত এ দুই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যা পরিস্থিতির আশংকা দেখা দেয়। তবে বিকেল থেকে আবার কমতে শুরু করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুরমা নদী কানাইঘাটে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী আমলসিদে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার, শেওলায় ৬৫ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১২৮ ও শেরপুরে ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সিলেট ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে।
আগের দিন সকাল ৯টায় মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদী কানাইঘাটে বিপদসীমার ৭১ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী আমলসিদে বিপদসীমার ১৩০ সেন্টিমিটার, শেওলায় ৯১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১৩৪ ও শেরপুরে ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি কমতে শুরু করায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
Leave a Reply