বেসরকারি সংস্থা সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে সিলেট মহানগরীর মাছিমপুরে বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারপার্সন শফিকুল হক তপাদারের সভাপতিত্বে ও মহাসচিব, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো শামীম আহমদের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, সীমান্তিকের চিফ পেট্রোন, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির।
তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন ও মানবসম্পদ তৈরিসহ সকল ক্ষেত্রে সীমান্তিক সুনামের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ড আহমদ আল কবির সীমান্তিকের সুনাম ধরে রেখে সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবসম্পদে রূপন্তর করতে গুরুত্বসহকারে কাজ করে এগিয়ে যেতে হবে।
সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন, আরটিএম আল কবির ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যপক ড মো নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন, সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল। প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান। আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারপার্সন সাজনা সুলতানা হক চৌধুরী, উপপরিচালক কাজী হুমায়ূন কবীর, পারভেজ আহমদ ও ফাইন্যান্স ম্যানেজার আলতাফ হোসেন। বাজেট পেশ করেন, কোষাধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী রিলন, মালেক আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল হাই, আবু জাফর রায়হান, অধ্যক্ষ জালাল আহমদ, আব্দুর রউফ তফাদার, আখতার হোসেন রাজু ও আবু মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক মিনহাজুল হক, ডা মো রুহুল আমিন, জান্নাত আরা মৌ প্রমুখ।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে সীমান্তিক কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply