স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে সীমান্তিকের ‘আলোর পথে’ স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মহানগরীর শাহজালাল উপশহরে বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্স মিলনায়তনে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন, প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল-কবির।
‘আলোর পথে’র সম্পাদক অধ্যক্ষ মো আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীমান্তিক সিলেটের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সীমান্তিকের মহাসচিব মো শামীম আহমদ। অতিথি ছিলেন, সীমান্তিকের ডিইডি মো পারভেজ আলম ও কাজী হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল-কবির বলেন, দেশব্যাপী সীমান্তিক মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply