সিলেটের লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থ ‘সিলেটি ধামাইলের ইতিকথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বইটির মোড়ক উন্মোচন করেন।
শ্রীহট্ট লোকগীতি পরিষদের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রধান ড শরদিন্দু ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন, মদনমোহন কলেজের অধ্যক্ষ সর্ব্বানী অর্জুন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গুলজার আহমেদ হেলাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বাবুল দেব, লেখক ও রাজনীতিবিদ সজল চৌধুরী, লেখক ও সমাজসেবক রিপন এষ চৌধুরী ও সাবেক সেনা সদস্য বি এস রায় সজল। স্বাগত বক্তব্য রাখেন, গ্রন্থের সম্পাদক আশীষ দে ও প্রকাশক ও কামরুল আলম। সঞ্চালনা করেন, রকি দেব।
Leave a Reply