সিলেটে সিটি বাস সার্ভিস শুরু হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, নিটল মটরসের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট জাফর উল্লাহ ও নিটল মটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। স্বাগত বক্তব্য রাখেন, সিটি কাউন্সিলর তৌফিক বকস লিপন।
Leave a Reply