নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশন ও পেট্রলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এন্ড পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সুপারিশ কার্যকর করে পবিত্র রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সময়সূচি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত করার দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দুই সংগঠনের এক যৌথ সভায় এ দাবি জানানো হয়।
এতে বক্তারা বলেন, রোজাদারদের সহজে পথচলা, যানজট এড়ানো ও মাজার জিয়ারতে আসা লোকজনের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কসপ মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এই সুপারিশ করেছেন।
যৌথ সভায় সভাপতিত্ব করেন, সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পেট্রলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এন্ড পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী ও ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি হুমায়ুন আহমদ।
পরে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। এর আগে জ্বালানি তেল ব্যবসায়ী নেতা রোকন উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply