নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহণ আইনে (২০১৮) শ্রমিক স্বার্থবিরোধী ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধনের দাবিতে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে সোমবার দুপুরে জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সালুটিকর শাখার সভাপতি আবুল খান, আম্বরখানা শাখার সভাপতি খালিক মিয়া ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সাধারণ সম্পাদক শিবলী আহমদ।
বক্তারা অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply