নিজস্ব প্রতিবেদক : ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন সিলেটে প্রায় সাড়ে ৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে বুধবার বিকেলে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে মূল বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়। এছাড়াও বক্তৃতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নূরে আলম শামীম, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা আহমদ সিরাজুম মুনির ও প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী। সাংবাদিকদের পক্ষে কর্মসূচি সফলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগরীর বাইরে জেলার সকল উপজেলায় ১২টি স্থায়ী, ২ হাজার ৪ শ ১৬টি অস্থায়ী, ৯৯টি অতিরিক্ত ও ৩৬টি ভ্রাম্যমাণ মিলিয়ে মোট ২ হাজার ৫ শ ৬৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া বন্যা কবলিত এলাকার জন্যে বিশেষ ব্যবস্থা থাকবে।
সিভিল সার্জন জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৬ শ ৪৭ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯৮ হাজার ৩ শ ২২ জন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাবে।
এছাড়া ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১ শ ৭৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬ শ ৮২ জন শিশুওে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি জানান, নির্ধারিত সময়ের পর যেকোন পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী সারারাত প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন। এছাড়া সার্বক্ষণিক মোবাইল ও জরুরি বিভাগে মেডিকেল টিম কাজ করবে।
এছাড়া ঐ দিন সিভিল সার্জন কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। প্রয়োজনে সেখানে ফোনে ০৮২১৭১৬৩০৮ বা ০১৭১১৯৮৩৫০৫ (সিভিল সার্জন) নম্বরে যোগাযোগ করা যাবে।
Leave a Reply