নিজস্ব প্রতিবেদক : সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরে যাচ্ছে মানুষ। তবে নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
অল্পদিনের ব্যবধানে এ মাসের ১৫ তারিখ সিলেট দ্বিতীয়দফা বন্যায় আক্রান্ত হয়। পরিস্থিতির অবনতি ঘটে দ্রুত। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়ে। প্রথমদিকে পুলিশ ও বিজিবি নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়।
সরকারি হিসেবে, দ্বিতীয় দফায় সিলেট সিটি কর্পোরেশন আংশিক এবং ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৯৯টি ইউনিয়ন বন্যার কবলে পড়ে।
এ সময় পানিবন্দি মানুষের জন্যে জেলায় সর্বমোট ৬০৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। আশ্রিতের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮৬ হাজার ৩৬ জন। তবে ইতোমধ্যে ১ লাখ ৩৬ হাজার ২৬৪ জন বাড়িঘরে ফিরে গেছে। আশা করা হচ্ছে, এখনও ৫৭৬টি আশ্রয়কেন্দ্রে থাকা বাকি ৪৯ হাজার ৭৭২ জন খুব শিগগির ফিরতে পারবে।
এ পর্যন্ত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৮১৯। লোকসংখ্যা ২১ লাখ ৮৭ হাজার ২৩২। ঘরবাড়ির সংখ্যা ২২ হাজার ৪৫০। ফসল ২৮ হাজার ৯৪৫ হেক্টর।
বন্যা শুরুর পরদিন অর্থাৎ ১৬ জুন থেকেই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ত্রাণ বরাদ্দ আসতে থাকে। রবিবার ২৬ জুন পর্যন্ত এসেছে চাল ১ হাজার ৬০০ মেট্রিক টন। নগদ অর্থ ২ কোটি ৬২ লাখ টাকা। শুকনো খাবার ও অন্যান্য খাবার ২০ হাজার প্যাকেট। এছাড়া শিশুখাদ্যের জন্যে ১০ লাখ টাকা ও গো খাদ্যের জন্যে ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
১৪০টি মেডিক্যাল টিম বন্যাকবলিত এলাকাগুলোতে কাজ করছে।
Leave a Reply