সিলেটে সাউথ এশিয়ান গ্রাসরুটস্ ডেভেলপমেন্ট ফোরাম-এসএজিডিএফের উদ্যোগে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইন মেলা গ্রাসরুট রিজিওনাল আর্টিজান মুভমেন্ট-গ্রাম শুরু হয়েছে।
রবিবার বিকেলে ধোপাদিঘির উত্তরপাড়ে আনন্দ টাওয়ারে তৃণমূল নারী উদ্যোক্তা কার্যালয়ে অনলাইনে মেলার উদ্বোধন করেন, সিলেটের খাদিমনগর বিসিকের উপ মহাব্যবস্থাপক সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, এসএজিডিএফের সভাপতি হিমাংশু মিত্র ও শাকেরা সুলতানা জান্নাত।
এসএজিডিএফ কেন্দ্রীয় সম্পাদক মোহাম্মদ ইয়াকুব জানান, অনলাইন মেলায় অংশ নিচ্ছেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের নারী উদ্যোক্তারা।
মুম্বাই থেকে সংগঠনের উপদেষ্টা ড মেঘা পানশালকার জানান, একটি আন্তর্জাতিক ওয়েবসাইটের মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ২৩ থেকে ২৭ জুলাই মেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।
এই ওয়েবসাইটে উদ্যোক্তারা তাদের হরেক পণ্যের পসরা সাজাবেন। www.grassroots-artisan.store এ ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এখানে পাওয়া যাবে, জামদানী, মনিপুরী, মসলিন ও হ্যান্ডপেইন্টসহ নানারকম শাড়ি, গয়না, শুটকি, আচার, ফ্রোজেন খাবার ও নিত্য প্রয়োজনীয় মসলা। এছাড়াও থাকবে সিলেটের চা পাতাসহ নানারকম ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী।
মেলার ওয়েবসাইট
https://grassroots-artisan.store/
Leave a Reply