সাংস্কৃতিক প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেয়, মুক্তক্ষর, শ্রুতি, সোপান, ছন্দ নৃত্যালয়, বৃন্দস্বর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সিলেট আর্ট এন্ড কালচার, কথাকলি, কলকাকলি, দেশ থিয়েটার ও থিয়েটার উদ্দাম। এছাড়া পুথি পাঠ করেন, খোকন ফকির। একক সংগীত পরিবেশন করেন, ইকবাল সাঁই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, জেলা সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও সদস্য বিধুভূষণ ভট্টাচার্য।
Leave a Reply