নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল শহিদুল ইসলাম দেশের স্বার্থ ও ভাবমূর্তিকে সবকিছুর উর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন।
সোমবার দুপুরে বিজিবির ৪৮ ব্যাটেলিয়নের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
আখালিয়ায় বিজিবি সেক্টর সদর দফতরে আয়োজিত এ মতবিনিময় সভায় ৪৮ ব্যাটেলিয়ন অধিনায়ক লে কর্নেল আহমেদ ইউসুফ জামিল, মেজর মেসবাহ উদ্দীন রাসেল ও সহকারী পরিচালক হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার জানান, সাংবাদিকদের তথ্য প্রাপ্তি সহজ করতে বিজিবি সেক্টর সদর দফতরে একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে।
তিনি অপসাংবাদিকতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাংবাদিক নেতবৃন্দের প্রতি আহ্বান জানান।
Leave a Reply