মহামারি ‘করোনা’র বিরুদ্ধে সম্মুখযোদ্ধা সাংবাদিকদের আরেকটি লড়াই শুরু হচ্ছে। রোগব্যাধির বিরুদ্ধে নিজেদের শারীরিক প্রতিরোধক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই কয়েকদিন মাঠে অনুশীলনে নিজেদের ঘাম ঝরিয়েছেন সিলেটের নানা বয়সী সাংবাদিকরা। এখন নিজেদের মেলে ধরতে মাঠে নামছেন।
বৃহস্পতিবার শুরু হচ্ছে নিজেদের প্রমাণের লড়াই। ফুটবল পায়ে বাহারি জার্সি গায়ে মাঠে নামবেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক থেকে শুরু করে তরুণ ও উদ্যমী সাংবাদিকযুবারা। মাঠে থেকে লড়াইয়ের উদ্বোধন করবেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি। এছাড়াও জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনেই আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার আয়োজনে এবং সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফ্যাশন হাউস মাহা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাহার স্বত্বাধিকারী মাহা উদ্দিন সেলিমও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। সব মিলিয়ে সংবাদকর্মীদের ফুটবল পায়ে মাঠের লড়াই দেখতে এখন সময়ের অপেক্ষা মাত্র।
সকাল ১০টায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উত্তরপূর্ব কিংস ও ইটিভি রয়্যালস। দ্বিতীয় ম্যাচ দুপুর ১২টায়। এতে মুখোমুখি হবে টিম নিউজ টুয়ন্টিফোর ও জৈন্তা বার্তা ঈগলস। তৃতীয় ম্যাচে দুপুর সোয়া ২টায় সংবাদ টাইগার্স ও টিম সিলেট মিরর পরস্পরের মুখোমুখি হবে। চতুর্থ ম্যাচে বিকাল সাড়ে ৩টায় মাঠে নামবে ডিবিসি নিউজ ও টিম একাত্তরের কথা।
মোট আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দু’টি গ্রুপে।
শুক্রবারে পঞ্চম ম্যাচ সকাল ১০টায় টিম সিলেট মিরর বনাম নিউজ টুয়েন্টিফোর, ষষ্ঠ ম্যাচ সকাল সাড়ে ১১টায় উত্তরপূর্ব কিংস বনাম একাত্তরের কথা, সপ্তম ম্যাচ দুপুর সোয়া ২টায় ডিবিসি নিউজ বনাম ইটিভি রয়্যালস ও অষ্টম ম্যাচ বিকাল সাড়ে ৩টায় সংবাদ টাইগার্স বনাম জৈন্তা বার্তা ঈগলস।
শনিবারে নবম ম্যাচে সকাল ১০টায় ইটিভি রয়্যালস ও একাত্তরের কথা, দশম ম্যাচে দুপুর ১২টায় সংবাদ টাইগার্স ও নিউজ টুয়েন্টিফোর, একাদশ ম্যাচে দুপুর সোয়া ২টায় টিম সিলেট মিরর ও জৈন্তাবার্তা ঈগলস এবং দ্বাদশ ম্যাচে বিকাল সাড়ে ৩টায় ডিবিসি নিউজ ও উত্তরপূর্ব কিংস পরস্পরের বিরুদ্ধে খেলবে।
রবিবার সকালে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম সেফিফাইনাল ও সকাল ১১টায় দ্বিতীয় সেমিফাইনাল। একই দিন বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply