নিজস্ব প্রতিবেদক : সিলেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর লোকজনের হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ নাগরিকবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে সংক্ষুদ্ধ নাগরিক আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তারা বলেন, আদালতে হাজিরা দিতে আসা আসামিদের এমন হামলার ঘটনা নজিরবিহীন। পাথর কোয়ারি নিয়ে যারা অবৈধ বাণিজ্য করে, তারা রাজনৈতিক নেতা সহ প্রভাবশালীদের আশির্বাদপুষ্ট।
হামলার ৩ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না করায় তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সাংবাদিকদের উপর আওয়ামী লীগ নেতাদের এ হামলা সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা বলেও তারা উল্লেখ করেন।
Leave a Reply