আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত ডাকাত সর্দার আমির আলী ও তার ২ সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ ফেব্রুয়ারি পুলিশি অভিযানে মহানগরীর উপকণ্ঠ কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় আমির আলীকে। সে ৬টি ডাকাতি মামলার আসামি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই ডাকাত দলের সদস্য হাসান আলী ও মুহিবুর রহমানকে সোমবার লামাকাজী থেকে গ্রেফতার করা হয়।
আমির আলীর নেতৃত্বাধীন ডাকাত দলের সদস্য সংখ্যা ১০ বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply