নিজস্ব প্রতিবেদক : সিলেটের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এখন বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মশগুল। প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পাড়া-মহল্লায় মণ্ডপে মণ্ডপে চলছে পূজা-অর্চনা। এই আনন্দ আয়োজন থেকে বড়রা, এমনটি অন্যধর্মের অনুসারীরাও বাদ থাকছেন না।
সোমবার সকাল থেকেই শুরু হয়েছে সরস্বতী পূজা। এই ধর্মীয় উৎসবের জন্যে অধীর আগ্রহে ছিলেন, সনাতন ধর্মের অনুসারীরা। যেহেতু বিদ্যাদেবীর আরাধনা সেহেতু এই ধর্মীয় উৎসবটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক; কিন্তু পাড়া-মহল্লাগুলোও এ আয়োজনের বাইরে থাকেনি।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে দলে দলে ভিড় করছেন পূজারীরা। কামনা করছেন লেখাপড়ায় দেবীর আশীর্বাদ। অভিভাবকরাও সন্তানদের জন্যে একই আকুতি জানাচ্ছেন।
মঙ্গলবার হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে প্রতিটি পূজামণ্ডপ অংশ নেবে।
Leave a Reply