নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিলেটের ৪ হাজার ১৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সরকার থেকে বিনামূল্যে দুইশতক জমির উপর নির্মিত সবধরনের সুবিধা সম্বলিত আধাপাকা ঘর পাচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব, দুঃখী ও নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুকন্যা পিতার সেই স্বপ্ন পূরণ করতেই এ পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এই নির্দেশনা বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার উপহার তুলে দেবেন।
প্রথম ধাপে সিলেটের ১৩টি উপজেলায় প্রায় দেড়হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। অন্যরা পর্যায়ক্রমে পাবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply