সাংস্কৃতিক প্রতিবেদক : সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি পদে আমিনুল ইসলাম চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক পদে গৌতম চক্রবর্তী পুননির্বাচিত হয়েছেন।
শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাদেরকে পুননির্বাচিত করে সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। এসময় সংগঠনের পতাকা উত্তোলন করেন, কেন্দ্রীয় সহ সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, সিলেটে সহকারী ভারতীয় রাষ্ট্রদূত এল কৃষ্ণমূর্তি, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম। সভাপতিত্ব সংগঠনের সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
Leave a Reply