সাংস্কৃতিক প্রতিবেদক : ‘নাটকে রেখেছি আস্থা নাটকেই জয়’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার আরশ আলী, প্রাক্তন সভাপতি অম্বরীষ দত্ত, নিরঞ্জন দে যাদু ও সৈয়দ মুনির হেলাল, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাছিত শেরো ও আব্দুল কাইয়ুম মুকুল, বর্তমান সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, আবৃত্তি সমন্বয় পরিষদের সহ সভাপতি মুকাদ্দেছ বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক নিলাঞ্জনা জুঁই ও হিমাদ্রী শেখর রায়। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
Leave a Reply