নিজস্ব প্রতিবেদক : ’বিদ্রোহ করো ভাষার দিব্যি দিয়ে’-এই স্লোগান নিয়ে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ১২ দিনব্যাপী নাট্য প্রদর্শনী উদ্বোধন করেন, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সুজেয় শ্যাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশ আলী।
৫ মার্চ পর্যন্ত এ নাট্য প্রদর্শনী চলবে। এতে নাটক মঞ্চায়ন করবে সিলেটের ১২টি নাট্য সংগঠন। প্রথমদিন নবশিখা নাট্যদল মুনীর চৌধুরীর কবর নাটকটি মঞ্চস্থ করে।
Leave a Reply