নিজস্ব প্রতিবেদক : সিলেটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলো সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জেলা প্রশাসনের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, প্রয়োজনীয়তা বিবেচনায় ত্রাণকার্য পরিচালনার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে সোমবার, ১৯ জুন বরাদ্দ পাওয়া গেছে নগদ ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট/বস্তা শুকনো খাবার। এছাড়াও বর্তমানে জেলায় (উপজেলায় দেওয়া বরাদ্দসহ) ত্রাণের ১ হাজার ৪৫৭ মেট্রিক টন চাল ও নগদ ৪৬ লাখ ৯২ হাজার টাকা মজুদ আছে।
তথ্য বিবরণীতে আরও জানানো হয়েছে, সিলেট জেলায় গত কয়েকদিন ধরে নিয়মিত বিরতিতে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে অভ্যন্তরীণ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। কানাইঘাট উপজেলায় সুরমা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা সদরসহ উপজেলা পর্যায়ে নিম্নাঞ্চলের অনেক স্থানে পানি প্রবেশ করেছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এতে উল্লেখ্য করা হয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে পানিবন্দি লোকদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
সিলেট জেলা প্রশাসন সম্ভাব্য সার্বিক বন্যা পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
Leave a Reply