নিজস্ব প্রতিবেদক : সিলেটে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হিজরা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে ৫০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস। পরিচালনায় ছিলেন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান।
কম্পিউটার অফিস অ্যাপলিকেশন এবং পোষাক তৈরি ও সেলাই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
Leave a Reply