নিজস্ব প্রতিবেদক : সিলেটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড সংক্রান্ত জেলা কমিটির সদস্য সজল চৌধুরী। পরিচালনায় ছিলেন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান।
Leave a Reply