নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদফতরের অধীন সিলেট বিভাগের নিবাসীদের অংশগ্রহণে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহানগরীর বাগবাড়িতে সমাজসেবা কমপ্লেক্সে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক। সভাপতিত্ব করেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস।
Leave a Reply