নিজস্ব প্রতিবেদক : সমাজতান্ত্রিক বিপ্লবের ১০০ বছর উপলক্ষে সিলেটে আলোচনা সভা, স্মারকগ্রন্থের প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান। আরো বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জাসদ সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, সিপিবির সভাপতি হাবিবুল ইসলাম খোকা ও বাসদ সমন্বয়ক আবু জাফর।
পরিচালনায় ছিলেন, কমিটির সদস্য সচিব ডা আবুল কাশেম।
Leave a Reply