নিজস্ব প্রতিবেদক : সিলেটে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সপ্তাহব্যাপী এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
এর উদ্দেশ্য, বিভিন্ন দেশে বসবাসরত এনআরবিদের দেশে বিনিয়োগে উৎসাহিত করা, নতুন প্রজন্মের এনআরবিদেরকে পিতৃভূমির প্রতি আকৃষ্ট করা, যৌথ উদ্যোগে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এতে সহযোগিতা করছে।
বুধবার দুপুরে সিলেট চেম্বার ভবনে আহুত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মহানগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন, কমপক্ষে ১৯টি দেশে প্রবাসী বাঙালিরা। কার্যক্রমে থাকবে, বিনিয়োগ সংক্রান্ত সেমিনার, আইসিটি, পর্যটন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা, বাংলাদেশের অর্থনীতিতে এনাআরবিদের অবদান নিয়ে আলোচনা এবং এনআরবিদের সাফল্যগাথা নতুন প্রজন্মের সামনে প্রদর্শন। থাকবে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিনিয়োগ সংক্রান্ত লেখা সমৃদ্ধ একটি স্মরণিকাও প্রকাশ করা হবে।
বিবিসিসিআই সভাপতি এনাম আলী এমবিই ও এসসিসিআই সভাপতি খন্দকার সিপার আহমদ সংবাদ সম্মেলনে সিলেটে প্রথমবার আয়োজিত এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের বিভিন্ন দিক তুলে ধরেন।
Leave a Reply